ভালোবাসা দিবস উদযাপন নিয়ে উপদেষ্টা ফরিদা আখতারের আহ্বান ও বিতর্ক

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার দেওয়া এই পোস্টের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফরিদা আখতার তার মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি জানান, সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই, এটি ছিল কেবল একটি ব্যক্তিগত আহ্বান। শহীদ পরিবারের পক্ষ থেকে তাকে এমন অনুরোধ করা হয়েছিল, যা তিনি মন থেকে অনুভব করেন। তার মতে, ভালোবাসা প্রকাশ সারা বছর করা যায়, কিন্তু ভালোবাসা দিবস উদযাপন দেশের সংস্কৃতির অংশ নয়।
তিনি আরও বলেন, এবারকার পরিস্থিতি বিশেষ এবং আনন্দের নয়, কারণ বহু মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তাই ভালোবাসা দিবসের আয়োজন যেন ‘তামাশা’ আকারে না হয়, সে জন্যই তিনি আহ্বান জানিয়েছেন।
তার বক্তব্যের ফলে জনমনে উত্তেজনা সৃষ্টি হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কোনো উসকানির বিষয় নেই, বরং এটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান। তার কথার ফলে যদি কেউ আক্রমণ করে, তাহলে সেটি তাদের দায়িত্ব, তার নয়।
এ বিষয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি অবাক হয়েছেন যে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো নিয়ে কেউ বিরূপ প্রতিক্রিয়া জানাতে পারে। তার মতে, যারা এ আহ্বানের বিরোধিতা করছেন, তারা আসলে জুলাই-আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছেন।
উল্লেখ্য, উপদেষ্টা ফরিদা আখতার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।’
আপনার মতামত লিখুন