আয়নাঘরে বন্দি থাকার অভিজ্ঞতা জানালেন নাহিদ ও আসিফ

জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুম হওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চিত করেছেন যে, তাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) টর্চার সেলে, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, বন্দি রাখা হয়েছিল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে নাহিদ ও আসিফ তাদের বন্দিশালাগুলো চিনতে পারেন। তারা জানান, সেখানে তাদের নির্যাতন চালানো হয়েছিল।
নাহিদ বলেন, “আমাকে যে কক্ষে রাখা হয়েছিল, সেখানে এক পাশে একটি বেসিনের মতো জায়গা ছিল, যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। ৫ আগস্টের পর এই সেলের মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় এবং নতুন করে রং করা হয়।”
আসিফ জানান, “আমার কক্ষের দেয়ালের উপরের অংশে কয়েকটি খোপ ছিল, যেখানে এক্সস্ট ফ্যান লাগানো ছিল।”
এ ধরনের নির্যাতন কেন্দ্রের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গোপন আলোচনা চললেও এবার সরাসরি ভুক্তভোগীদের স্বীকৃতির মাধ্যমে আয়নাঘরের বাস্তবতা সামনে এসেছে। অন্তর্বর্তী সরকার আয়নাঘর ও গুম-নির্যাতনের বিষয়গুলো তদন্ত করে দোষীদের জবাবদিহির আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন