জাতিসংঘের তদন্তে জুলাই গণঅভ্যুত্থানের মানবাধিকার লঙ্ঘনের চিত্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
জাতিসংঘের তদন্তে জুলাই গণঅভ্যুত্থানের মানবাধিকার লঙ্ঘনের চিত্র

বাংলাদেশে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে, এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে জাতিসংঘ এই মৃত্যুর সংখ্যা নির্ধারণ করেছে। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে, এই সময়ে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলো ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। এই প্রতিবেদন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।