ইসরায়েলি বাহিনীর আক্রমণে লেবাননের দক্ষিণাঞ্চলে বাড়িঘর ও খামার পুড়ে গেছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ

ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বেশ কয়েকটি বাড়ি ও একটি খামার পুড়িয়ে দিয়েছে। লেবাননের বার্তা সংস্থা এনএএনএ জানায়, ইসরায়েলি বাহিনী আল-আদাইসাহ শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিনতে জাবিল শহরের উপকণ্ঠে গুলি চালায়। এছাড়া আইতা আল-শাব সীমান্তবর্তী এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটানো হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি হামলায় লেবাননে নারী-শিশুসহ প্রায় ৯০০ জন নিহত বা আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকার করে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দিয়েছে।
আপনার মতামত লিখুন