২০২৪ সালে বিশ্বব্যাপী ১২৪ সাংবাদিক নিহত, ইসরায়েলের হাতে অধিকাংশ মৃত্যু

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২৪ সালে ১৮টি দেশে অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা সিপিজে’র রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটেছে ইসরায়েল-গাজা যুদ্ধে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৮৫ সাংবাদিক নিহত হয়েছেন।
সিপিজে তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিহত সাংবাদিকদের প্রায় ৭০ শতাংশের পেছনে এককভাবে দায়ী ইসরায়েল। তারা ইসরায়েলের বিরুদ্ধে সাংবাদিকদের উপর দোষ চাপানো, হত্যাকাণ্ডের তদন্ত রোধ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে অবহেলা করার অভিযোগ তোলে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কাছে সাংবাদিকদের হত্যাকাণ্ডের ব্যাপারে পর্যাপ্ত তথ্য নেই, এবং তারা কখনোই সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানায়নি। তবে সিপিজে ২০২৩ সালে ১০২ জন সাংবাদিক এবং ২০২২ সালে ৬৯ জন সাংবাদিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে।
সিপিজে আরও জানায়, গত বছর সুদান এবং পাকিস্তানে ৬ জন করে সাংবাদিক নিহত হয়েছেন, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। মেক্সিকো, মিয়ানমার, লেবানন, ইরাক, এবং হাইতিতে আরও সাংবাদিক নিহত হয়েছেন।
কমিটির হিসাব অনুযায়ী, গত বছর ৪৩ জন ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হয়েছেন, যা আগের বছরগুলোর তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এক বিবৃতিতে জানান, বর্তমান সময় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক।
আপনার মতামত লিখুন