মিউনিখে শ্রমিক সমাবেশে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় আহত ২৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
মিউনিখে শ্রমিক সমাবেশে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় আহত ২৮

জার্মানির মিউনিখে একটি শ্রমিক ইউনিয়নের সমাবেশে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মিউনিখের সিডলস্ট্রাসে এক হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হওয়ার সময় এ হামলা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি ‘মিনি কুপার’ গাড়ি ইচ্ছাকৃতভাবে বিক্ষোভকারীদের ওপর চালিয়ে দেওয়া হয়। মিউনিখ পুলিশ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলে শক্তিশালী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ২৪ বছর বয়সী আফগান বংশোদ্ভূত চালককে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটককৃত ব্যক্তি একজন আশ্রয়প্রার্থী, যার বিরুদ্ধে আগে মাদক ও চুরির অভিযোগে তদন্ত হয়েছিল। বাভারিয়ার প্রধান মার্কাস সোডার এক সংবাদ সম্মেলনে জানান, এটি ইচ্ছাকৃত হামলা বলে সন্দেহ করা হচ্ছে। তবে সন্দেহভাজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে নাকি এটি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থলে আয়োজিত সমাবেশটি জার্মানির দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ভার্দিরা আয়োজন করেছিল। শ্রমিকরা পৌরসভার কর্মচারীদের জন্য ৮ শতাংশ বেতন বৃদ্ধি, প্রতি মাসে অন্তত ৩৫০ ইউরো বোনাস এবং অতিরিক্ত ছুটির দিন দাবি করছিলেন।

হামলার পর সংগঠনটি তাদের সমাবেশ প্রত্যাহার করে নেয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে, গত ডিসেম্বরে জার্মানির ম্যাগডেবার্গ শহরের একটি ক্রিসমাস মার্কেটে একই ধরনের হামলা ঘটে। সেখানে এক সৌদি মনোরোগ বিশেষজ্ঞ ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে এক শিশুসহ পাঁচজন নিহত এবং ২০০ জনের বেশি আহত হন।