বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনী কেন্দ্র ভেঙে ফেলছে উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনী কেন্দ্র ভেঙে ফেলছে উত্তর কোরিয়া

কোরীয় যুদ্ধ ও দেশভাগের কারণে কয়েক দশক ধরে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর জন্য নির্মিত পুনর্মিলনী কেন্দ্র ভেঙে ফেলছে উত্তর কোরিয়া। এ পদক্ষেপ দক্ষিণ কোরিয়ায় গভীর উদ্বেগ তৈরি করেছে।

২০১৮ সালে সর্বশেষ উত্তর কোরিয়ার কুমগাং পর্বতে পরিবার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কোরীয় উপদ্বীপের বিভাজনের পর এটি ছিল সর্বশেষ মানবিক উদ্যোগ। তবে আন্তঃকোরীয় রাজনৈতিক অস্থিরতার কারণে পুনর্মিলনী কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল।

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ ঘটনাকে অমানবিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পুনর্মিলনী কেন্দ্র ধ্বংস করা বিচ্ছিন্ন পরিবারগুলোর আন্তরিক ইচ্ছাকে পদদলিত করার শামিল। সিউল এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

মুখপাত্র আরও জানান, উত্তর কোরিয়ার একতরফা এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর সম্পূর্ণ দায় দেশটির কর্তৃপক্ষকেই নিতে হবে।