ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ণ
ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে সমরাস্ত্র বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি সর্বাধুনিক এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট সরবরাহের প্রস্তাবও দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা জানান।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা ভারতে সমরাস্ত্র বিক্রির পরিমাণ শত শত কোটি ডলার বাড়াতে যাচ্ছি। এছাড়া, ভারতের কাছে এফ-৩৫ স্টেলথ ফাইটারস যুদ্ধবিমান সরবরাহের পথও প্রশস্ত করছি আমরা।” তবে কবে নাগাদ ভারতকে এই যুদ্ধবিমান সরবরাহ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তিনি। উল্লেখ্য, বিশ্বের সর্বাধুনিক এই স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি হতে সাধারণত কয়েক বছর সময় লাগে।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই মোদির প্রথম ওয়াশিংটন সফর। সংবাদ সম্মেলনে মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি শিগগিরই হতে যাচ্ছে। তিনি বিশেষ করে তেল ও গ্যাস খাতের ওপর গুরুত্ব দেন এবং শুল্কে ছাড়, নতুন বাণিজ্য চুক্তি ও চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাণিজ্যযুদ্ধ মোকাবিলার আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, “দুই দেশের মধ্যে যে বাণিজ্যঘাটতি রয়েছে, তা দূর করতে সমরাস্ত্রের বাইরেও নতুন একটি চুক্তি করতে যাচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় ভারতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া ইসলামি সন্ত্রাসবাদ মোকাবিলাতেও দুই দেশ একসঙ্গে কাজ করবে।”

তবে ভারতের কাছে সমরাস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারতের বিদেশ থেকে সমরাস্ত্র ক্রয়ের প্রক্রিয়া বেশ জটিল ও দীর্ঘমেয়াদি। এ ক্ষেত্রে প্রথমে বিক্রয়কারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হয় এবং তা যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, “ভারতে এই অগ্রসর প্রযুক্তির বিমানটির আসার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। কারণ এটি এখনও প্রস্তাবনা পর্যায়ে রয়েছে।” তাই ট্রাম্প যত দ্রুত ভারতে এফ-৩৫ সরবরাহের কথা বলছেন, বাস্তবে তা কার্যকর হতে বেশ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।