দক্ষিণ কোরিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
দক্ষিণ কোরিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৪

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় আরও চারজন আহত হন।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে ব্যানিয়ান ট্রি হোটেলের একটি নির্মাণস্থলে আগুন লাগে। তখন সেখানে প্রায় ১০ জন শ্রমিক কাজ করছিলেন। কর্মকর্তারা জানান, তাদের মধ্যে ছয়জন অক্সিজেন স্বল্পতায় হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

অগ্নিনির্বাপক বিভাগের তথ্য অনুযায়ী, নির্মাণাধীন ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়, যেখানে শ্রমিকরা নিরোধক উপকরণ মজুত রেখেছিলেন।

এ দুর্ঘটনা গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানে আগুন লাগার কয়েক সপ্তাহ পর ঘটল। সেই ঘটনায় ১৭৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং সাতজন আহত হয়েছিলেন।