অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ, শ্রীলঙ্কার কাছে বড় হার

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামে অস্ট্রেলিয়া, তবে বড় হারে হোয়াইটওয়াশ হয় তারা। দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পরপর দুই ম্যাচে হারায়, এর ফলে অজিরা সিরিজে শূন্যে শেষ করেছে।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১০১ রানে অলআউট হয়ে যায় দলটি। এতে তারা ১৭৪ রানের বড় ব্যবধানে হারে। এই হারের ফলে অস্ট্রেলিয়া এশিয়ার সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে। কুশল মেন্ডিস ১১৫ বলে করেন ১০১ রান, আর আসালাঙ্কা ৬৬ বলে করেন ৭৮ রান। নিশান মাধুশাঙ্কা ৭০ বলে করেন ৭১ রান।
২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারায়। স্মিথ ও জস ইংলিশের ৪৬ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় অজিরা, তবে পরে আর কোনো ব্যাটারই সফল হতে পারেননি। ট্রাভিস হেড ১৮, স্মিথ ২৯ ও ইংলিশ ২২ রান করেন, আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি।
অবশেষে ২৪.২ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পক্ষে দুনিথ ওয়াল্লেগে নেন ৪টি উইকেট, আসিথা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৩টি করে উইকেট।
আপনার মতামত লিখুন