জাতীয় ঐকমত্যের পথে রাজনৈতিক সংলাপ জরুরি: অধ্যাপক আলী রীয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
জাতীয় ঐকমত্যের পথে রাজনৈতিক সংলাপ জরুরি: অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন বাংলাদেশের পথরেখা তৈরির দায়িত্ব জাতি দিয়েছে, যা সফলভাবে সম্পন্ন করতে না পারলে জাতি ক্ষমা করবে না। দীর্ঘ সংগ্রাম ও বহু প্রাণের বিনিময়ে এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। কমিশনের ছয়টি প্রস্তাবে সেই পথরেখার কথা উল্লেখ রয়েছে, এখন প্রয়োজন এসব সুপারিশের বিষয়ে ঐকমত্য গঠন এবং বাস্তবায়নের উপায় নির্ধারণ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা শুরু না করলে অগ্রসর হবে না। এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দলীয় ও জোটগত বৈঠক করা হবে। তবে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগও জরুরি, যা বিভিন্ন সময়ে পুনরায় মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর লক্ষ্য অভিন্ন—রাষ্ট্রের বিভিন্ন পদ্ধতির সংস্কার এবং দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করা। তাই আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বোঝাপড়া তৈরি এবং একসঙ্গে কাজ করাও গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমেই জাতীয় ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশনের মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের পরিবেশ সৃষ্টি করা এবং সকলের মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা। এই সনদ নতুন বাংলাদেশের পথরেখা নির্ধারণে সহায়ক হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।