সরকার পরিবর্তন হলেও দেশে শান্তি আসেনি: জামায়াত নেতা মুজিবুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
সরকার পরিবর্তন হলেও দেশে শান্তি আসেনি: জামায়াত নেতা মুজিবুর রহমান

স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে, কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মানুষ এখন বলছে, সব দলকে দেখেছি, কিন্তু ইসলামকে দেখিনি। আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন, ইসলাম বিজয়ী হবে, বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র।”

তিনি আরও বলেন, “আমরা আন্দোলন করে জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি। এ থেকে মুক্তি পেতে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং অন্যান্য নেতৃবৃন্দ।