দুই-তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেন চালুর আহ্বান নুরুল হক নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “দুই থেকে তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচনের ট্রেন চালু করতে হবে।”
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেওয়ার আগে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা দেখছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এছাড়া, এলজিআরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুনর্গঠন করা প্রয়োজন।”
নির্বাচনের সময় নির্ধারণ প্রসঙ্গে নুর বলেন,
“নির্বাচন ডিসেম্বর বা যে সময়েই হোক, আমরা সময় দেবো। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যেন দেশের স্থিতিশীলতা আনতে কার্যকর পদক্ষেপ নেয়।”
এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত হয়েছেন।
গত বুধবার (১২ ফেব্রুয়ারি) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। এ কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূস এবং সহসভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
কমিশনে মোট ৬টি কমিশনের প্রধানরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
আপনার মতামত লিখুন