যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে ভ্যালেন্টাইনস ডে’তে হোয়াইট হাউসের সতর্কবার্তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে ভ্যালেন্টাইনস ডে’তে হোয়াইট হাউসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভ্যালেন্টাইনস ডে’র বার্তায় অভিবাসীদের সতর্ক করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নবনিযুক্ত ‘সীমান্ত প্রধান’ টম হোমানের মুখ সম্বলিত একটি গোলাপি কার্ড শেয়ার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কার্ডটির ক্যাপশনে ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’ এবং একটি হার্ট ইমোজি ছিল।

কার্ডে লেখা ছিল, “গোলাপগুলো লাল, ভায়োলেটগুলো নীল, এখানে অবৈধভাবে আসুন এবং আমরা আপনাকে নির্বাসিত করব।” এই বার্তা কার্যত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয়।

যুক্তরাষ্ট্রে আনুমানিক ১১ থেকে ৩৫ মিলিয়ন মানুষ অবৈধভাবে বসবাস করছে বলে ধারণা করা হয়। গত ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা প্রতিদিন অভিযান চালাচ্ছে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার অভিযান পরিচালনা করবেন এবং অবৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনবেন।

নিউইয়র্ক পোস্টের উদ্ধৃত অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, সীমান্ত ক্র্যাকডাউন ইতিমধ্যে উল্লেখযোগ্য ফলাফল এনেছে। দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধ অভিবাসী পারাপারের সংখ্যা গড়ে ৩৫৯ জনে নেমে এসেছে। অভিযানের প্রথম ১৮ দিনে প্রায় ১১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৫ হাজার ৬৯৩ জনকে বহিষ্কার করা হয়েছে।