ইসরায়েলি কারাগারে আটক ৩৬৯ ফিলিস্তিনির মুক্তি: যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় পদক্ষেপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
ইসরায়েলি কারাগারে আটক ৩৬৯ ফিলিস্তিনির মুক্তি: যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় পদক্ষেপ

ইসরায়েলি কারাগারে আটক ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া শুরু হয়েছে, যাদের বেশিরভাগকে কোনো অভিযোগ বা দোষ ছাড়াই আটকে রাখা হয়েছিল। যুদ্ধবিরতি শুরুর পর এটিই সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনির মুক্তি। ফিলিস্তিনিদের মুক্তির খবরটি বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার দৃশ্য ফুটেজে দেখা গেছে।

একটি বাস, যা ওফার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে পশ্চিম তীরের রামাল্লা পৌঁছায়, সেখানে উচ্ছ্বসিত আত্মীয়-স্বজন তাদের সঙ্গে দেখা করেছেন। নেগেভ মরুভূমির একটি ইসরায়েলি কারাগার থেকে আরও কয়েকটি বাস গাজা অঞ্চলের দিকে রওনা হয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে ৪৮ বছর বয়সী আহমেদ বারঘৌতি, যিনি ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব মারওয়ান বারগৌতির ঘনিষ্ঠ সহযোগী। তার মুক্তি অনেকেই বিশেষভাবে উল্লেখ করছেন। এছাড়া, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধসহ কয়েকজন বয়স্ক ব্যক্তি রয়েছেন।

আমির আবু রাদাহ নামক একজন বন্দি আল জাজিরাকে জানান, তিনি ১৮ মাস ধরে নাফা মরুভূমির কারাগারে ছিলেন, যেখানে কর্তৃপক্ষ তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। তিনি বলেন, “আমাদের অবস্থা অত্যন্ত কঠিন ছিল এবং আমরা বিশ্বের থেকে বিচ্ছিন্ন ছিলাম।”