বিশ্বরেকর্ড গড়ে স্কুলে ফিরলেন আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান

ইউরোপীয় প্রতিযোগিতার তৃতীয় স্তরের লিগ উয়েফা কনফারেন্স লিগ-এ নতুন ইতিহাস গড়েছেন মাইকেল নুনান, যিনি আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার। নুনান সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এই আইরিশ ফুটবলার ১৬ বছর ১৯৭ দিন বয়সে কনফারেন্স লিগে গোল করেন, যার ফলে শার্মক রোভার্সের জয় নিশ্চিত হয়। তারা নরওয়েজিয়ান ক্লাব মোলদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে।
অবাক করা বিষয় হলো, বিশ্বরেকর্ড গড়ার পর পরদিন সকালে আবার স্কুলে ফিরে যান নুনান। ম্যাচ শেষে কোনো বিশ্রাম না নিয়ে তিনি রাতেই ডাবলিনে ফিরে পরদিন সকালে স্কুলে উপস্থিত হন। নুনানের মা, স্যান্ডি নুনান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, “এবং ফিরে এসেই সে আবার স্কুলে যাচ্ছে…।”
নুনানের পূর্বের রেকর্ডটি ছিল স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের দখলে, যিনি ১৭ বছর ২৮৮ দিনে গোল করেছিলেন। তবে নুনান এখনও ইউরোপিয়ান প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা। শীর্ষে রয়েছেন নিল ল্যাম্পতে, যিনি ১৬ বছর ১০০ দিনে গোল করেছিলেন।
আপনার মতামত লিখুন