জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে ‘প্রধান অতিথি’ সম্বোধনে কষ্ট পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে ‘প্রধান অতিথি’ সম্বোধনে কষ্ট পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে তাকে ‘প্রধান অতিথি’ হিসেবে সম্বোধন করায় তিনি কষ্ট পেয়েছেন বলে প্রকাশ করেছেন।

নিজের বক্তব্যে ড. ইউনূস বলেন, আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম। যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো। হওয়া উচিত ছিল আমি খেলার ক্যাপ্টেন। কিন্তু আমাকে করলেন অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য দিতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য দিতে চাই।”

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশে যা কিছু করণীয়, তার দায়িত্ব সবার। তিনি এর তুলনা করেন একটি খেলার সঙ্গে, যেখানে সবাই খেলোয়াড়, এবং সম্মেলনটি হলো সেই খেলোয়াড়দের সমাবেশ। এখানে প্রস্তুতি নেওয়া, স্ট্র্যাটেজি নির্ধারণ, লক্ষ্যমাত্রা ঠিক করা এবং সবার দায়িত্ব নির্ধারণ করাই মূল উদ্দেশ্য।

জেলা প্রশাসক সম্মেলনটি সরকারের নীতিনির্ধারক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময় ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম এবং জেলা প্রশাসকদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসকরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে নীতিনির্ধারণী বিষয়সহ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এবারের সম্মেলনেও এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।