প্রেস সচিব বলেন, কিছু সাংবাদিক স্বৈরাচারের পক্ষে কাজ করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ছাড়াও গত ১৫ বছরে, বিশেষ করে পূর্বের স্বৈরাচারী সরকারের অধীনে, কিছু সাংবাদিক নিজেদের স্বার্থে দালালি করেছেন। তারা স্বৈরাচারী শাসনকে স্থায়ী করতে এবং বৈধতা দিতে ভুয়া বয়ান তৈরি করে জনগণকে হয়রানি করেছে এবং তাদের অধিকার হরণ করেছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে এবং এখন সময় এসেছে দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার।
শফিকুল আলম এসব মন্তব্যগুলো আজ রোববার, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে করেন। সভাটি ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এর শিরোনাম ছিল ‘গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১-৩৬ জুলাই’। তিনি আরও বলেন, কিছু সাংবাদিক বড় বড় ঘটনার সময় ফেসবুক গ্রুপের মাধ্যমে বয়ান তৈরি করত, যা স্বৈরাচারী শাসনকে বৈধতা দেয়। এসব কাজের মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে এবং মানুষকে হত্যার জন্য বৈধতা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে গণমাধ্যমে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাই ছিল প্রধান। তিনি আরও বলেন, শুধু জুলাই অভ্যুত্থান নয়, অন্যান্য বড় ঘটনাতেও দালাল সাংবাদিকরা ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছেন। তবে, তিনি উল্লেখ করেন যে, সব সাংবাদিকই দালালি করেননি। তিনি বিশেষভাবে সাংবাদিকদের সাহসী ভূমিকা, বিশেষ করে গণ-অভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, এখন সাংবাদিকতার জন্য স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি এমনভাবে থাকতে হবে যাতে সরকারের সমালোচনা করা যায় প্রমাণসহ। সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে, যা একটি স্বাধীন সাংবাদিকতার অংশ। এ লক্ষ্যে, সরকার গণমাধ্যম সংস্কার কমিশন তৈরি করেছে, যা এ মাসের শেষে প্রতিবেদন জমা দেবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, তাদের সংগঠনের দাবি, কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না, তবে ফ্যাসিবাদী মনোভাবের সাংবাদিকতা বন্ধ করতে হবে। ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ প্ল্যাটফর্মের মুখপাত্র প্লাবন তারিক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্ল্যাটফর্মটি ১-৩৬ জুলাই সময়কালের বিভিন্ন পত্রিকার সংবাদ ও সম্পাদকীয় পর্যালোচনা করেছে, যা ফ্যাসিবাদের বয়ান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন