জাতিসংঘের প্রতিবেদনে সাম্প্রদায়িক সহিংসতার তদন্তের দাবি জানিয়েছে ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
জাতিসংঘের প্রতিবেদনে সাম্প্রদায়িক সহিংসতার তদন্তের দাবি জানিয়েছে ঐক্য পরিষদ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, গত বছরের আগস্ট থেকে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে যথাযথ তদন্ত এবং অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে। ঐক্য পরিষদ এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি দায়মুক্তির আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আহমদিয়া মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে সংঘটিত সহিংসতা এবং ধর্মীয় স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনা উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, অনেক অপরাধী দীর্ঘ সময় ধরে দায়মুক্তি পাচ্ছে। এ কারণে ঐক্য পরিষদ সরকারের কাছে দায়মুক্তির আদেশ প্রত্যাহারের এবং ওই সহিংসতা সম্পর্কিত ঘটনা তদন্ত করে অপরাধীদের বিচার দাবি করেছে।