‘সীমান্ত উত্তেজনা নিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি’: বাংলাদেশকে ভারত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
‘সীমান্ত উত্তেজনা নিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি’: বাংলাদেশকে ভারত।

Waving flag of Bangladesh and

ভারত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুসরণ করে বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, “আমরা (বাংলাদেশের) ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারকে ডেকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।”

তিনি আরও বলেন, “আমরা সীমান্তে অপরাধ, চোরাচালান ও পাচার রোধ এবং কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সোমবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মো. নুরল ইসলামকে তলবের এক সপ্তাহের মাথায় এসব মন্তব্য করেন রণধীর জয়সোয়াল।

এর আগে, গত রোববার (১২ জানুয়ারি), একই ইস্যুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।