৬৪% মানুষ চান না প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকুন।

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবারের বেশি না হওয়া উচিত, এমন মত ৬৪% মানুষের। তবে ১০% মনে করেন প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি হতে পারে। ১৫% মনে করেন মেয়াদ নির্ধারণের প্রয়োজন নেই। ৪৯% মনে করেন, প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান পদ পৃথক থাকা উচিত, এবং ৩৭% মনে করেন এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন। এছাড়া, ৮৬% মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।
এটি জাতীয় জনমত জরিপ-২০২৪-এ উঠে এসেছে, যা সংবিধান সংস্কার কমিশন পরিচালিত। ৫ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলার ৪৫,৯২৫ পরিবার থেকে ১৮-৭৫ বছর বয়সী মানুষের মতামত নেওয়া হয়েছে। জরিপে আরও দেখা গেছে, ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মাত্র ৬% মানুষ, এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে ৩৭% মত দিয়েছেন। ৭৮% মানুষ সংসদের মেয়াদ পাঁচ বছর রাখতে চান, ১৬% চার বছরের পক্ষে। ৭৮% মানুষ চান, প্রার্থীর প্রাপ্ত সর্বাধিক ভোটের ভিত্তিতে সংসদ গঠন হোক।
নারী আসনের পক্ষে ৭৫% মানুষ সমর্থন জানিয়েছে এবং ৯১% মানুষের মত, সংবিধানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকা উচিত। ৫৩% মনে করেন, নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতায় কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়।
এছাড়া, ৮২% মানুষ সংবিধান সংশোধনসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের পক্ষে মত দিয়েছেন।
আপনার মতামত লিখুন