জুলাই শহীদ’ ও ‘জুলাইযোদ্ধা’দের স্বীকৃতি ও সরকারি সহায়তা ঘোষণা

গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাইযোদ্ধা’ নামে স্বীকৃতি দেওয়া হবে। তারা এই পরিচয়ে সনদ ও পরিচয়পত্র পাবেন, এবং তাদের পরিবারগুলো অন্যান্য সরকারি সুবিধার আওতায় আসবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি জানান, জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, যা এ সপ্তাহেই প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি, এই বিষয়ে একটি নীতিমালাও তৈরি হয়েছে।
শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা দেওয়া হবে। চলতি অর্থবছরে ১০ লাখ টাকা প্রদান করা হবে, এবং পরবর্তী অর্থবছরে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। আহতদের তিনটি ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে। গুরুতর আহতরা আজীবন চিকিৎসাসুবিধা ও প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন, পাশাপাশি এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। যাদের অঙ্গহানি হয়েছে, তারা এককালীন ৩ লাখ টাকা ও প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন। আর যারা সামান্য আহত হয়ে সুস্থ হয়েছেন, তারা ভাতা না পেলেও চাকরি ও পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।
আহতদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং সরকারি, আধা-সরকারি ও অন্যান্য চাকরিতে তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হবে। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যত সরকারগুলোও জুলাই অভ্যুত্থানের চেতনা বজায় রাখবে এবং এই অধিদপ্তরের কার্যক্রম চালিয়ে যাবে। আহত-নিহতের তালিকা দ্রুত চূড়ান্ত করা হচ্ছে, এবং এটি প্রক্রিয়া শেষ হলেই গেজেট আকারে প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন