পেঁয়াজের কেজি মূল্য ১০ টাকা বাড়ল, একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও।
সপ্তাহের মধ্যে বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে গেছে। পাশাপাশি, ব্রয়লার ও সোনালি মুরগির দামও বেড়ে গেছে। চালের দাম আগের মতোই উচ্চ রয়েছে, তবে আলুর দাম কিছুটা কমেছে।
গতকাল বৃহস্পতিবার, ঢাকা শহরের শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও তেজগাঁওয়ের কলমীলতা বাজারে গিয়ে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
খুচরা বাজারে, দেশি নতুন পেঁয়াজ গতকাল প্রতি কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা ১০ দিন আগে ছিল ৪০-৫০ টাকা। অর্থাৎ, কেজিতে ১০ টাকা দাম বেড়েছে। আমদানি করা পেঁয়াজের দাম ৭০ টাকা কেজি।
পাইকারি ও খুচরা বিক্রেতাদের মতে, বাজারে এখন দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে, তবে আমদানি কমে গেছে। ফলস্বরূপ, পেঁয়াজের দাম কমে ৪০-৫০ টাকায় নেমেছিল, কিন্তু চাষিরা এতে লাভ না পেয়ে দাম বাড়িয়েছেন।
এক মাস ধরে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বাড়তি। বর্তমানে এক কেজি ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩২০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগে ৩০-৪০ টাকা কম ছিল। তবে মুরগির ডিমের দাম কমেছে; এক ডজন ডিম ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এমনকি, বর্তমানে আমনের ভরা মৌসুমেও চালের দাম উচ্চ রয়েছে। টিসিবি অনুযায়ী, খুচরা বাজারে মোটা চাল ৫৪-৫৮ টাকা, মাঝারি চাল ৬০-৬৫ টাকা এবং সরু চাল ৭০-৭৪ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক মাসে মোটা চালের দাম ৩-৪ টাকা, মাঝারি চালের দাম ২ টাকা এবং সরু চালের দাম ২-৪ টাকা বেড়েছে।
সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। টিসিবি জানাচ্ছে, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২-৭ টাকা বেড়েছে।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফারুক হাসান বলেন, ‘সবজির দাম ছাড়া অন্যান্য পণ্যের দাম কমেনি। আবার শুনলাম সরকার এক শর বেশি পণ্যে ভ্যাট বাড়িয়েছে। সব মিলিয়ে আমাদের ওপর ব্যয় বাড়ার চাপ খুবই বেড়ে গেছে।’
আপনার মতামত লিখুন