মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রবীন্দ জগনাথকে গ্রেপ্তার, ১১ কোটি ৪০ লাখ রুপি উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রবীন্দ জগনাথকে গ্রেপ্তার, ১১ কোটি ৪০ লাখ রুপি উদ্ধার

অর্থ পাচারের অভিযোগে মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রবীন্দ জগনাথকে গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক অপরাধ কমিশন (এফসিসি)। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এফসিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি উদ্ধার করা হয়েছে।

এফসিসি জানায়, সাবেক প্রধানমন্ত্রী জগনাথকে মোকা ডিটেনশন সেন্টারে রাখা হবে। তার আইনজীবী রউফ গুলবুল সাংবাদিকদের জানিয়েছেন, জগনাথ অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে মুচলেকা জমা দেওয়ার পরিকল্পনা করেছেন।

প্রবীন্দ জগনাথ ২০১৭ সালে মরিশাসের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং গত নভেম্বরে বিরোধীদের কাছে হেরে যান। নির্বাচনের আগেই তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যখন রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের একটি গোপন রেকর্ডিং অনলাইনে ফাঁস হয়।

এদিকে, নতুন প্রধানমন্ত্রী নবীন রামগুলাম পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছেন। এর আগে, গত মাসে ব্যাংক অব মরিশাসের সাবেক গভর্নর হর্বেশ সিগোলামকেও প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছিল, তবে তিনি জামিনে মুক্তি পান।