ইরান: পরমাণু কর্মসূচি রক্ষা করবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না

ইরান ঘোষণা করেছে যে, তারা তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং কোনো_external শক্তি, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এতে কোনো ক্ষতি করতে পারবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি শনিবার বলেন, “ইরানকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। ইরানকে হুমকি দেওয়ার কোনো অধিকার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেই।”
এটি এমন সময়ে বলা হলো যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছিল। যুক্তরাষ্ট্র শনিবার ইসরায়েলে ভারী বোমা পাঠায়, যার পরিপ্রেক্ষিতে ইসমাইল বাঘায়ি মন্তব্য করেন, “ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে এবং এতে কোনো দ্বিধা দেখাবে না।” তিনি আরও বলেন, “ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং গত তিন দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির অধীনে কাজ করছে।”
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান সন্ত্রাসী গোষ্ঠীগুলির পেছনে রয়েছে এবং তারা কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না। তবে ইসমাইল বাঘায়ি এসব মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, “আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না, অন্যদিকে সংলাপের কথা বলতে পারেন না।”
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য প্রায় ৯০% বিশুদ্ধতার প্রয়োজন। সমালোচকরা এর বেসামরিক উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন