বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শহীদ মীর মুগ্ধ ও তার ভাই স্নিগ্ধকে স্মরণ করলেন আসিফ আকবর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শহীদ মীর মুগ্ধ ও তার ভাই স্নিগ্ধকে স্মরণ করলেন আসিফ আকবর

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংগীতশিল্পী আসিফ আকবর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে স্মরণ করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করে তিনি মীর স্নিগ্ধের সঙ্গে অতীতের কিছু স্মৃতি তুলে ধরেন।

আসিফ আকবর তার পোস্টে লেখেন, “জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ। তার টুইন ব্রাদার মীর স্নিগ্ধ। তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল। সেই সূত্রে আমিও স্নিগ্ধর মামা। মইনুলের বিয়ের সময় মুগ্ধ-স্নিগ্ধ ছোট ছিল, দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল। খুঁজলে হয়তো সেই ছবিগুলো পাওয়া যাবে।”

তিনি আরও জানান, মুগ্ধ ও স্নিগ্ধ দুজনেই স্কাউট সদস্য ছিলেন। আসিফ আকবর জানান, মীর স্নিগ্ধ ও তার স্কাউট বন্ধুদের অনুরোধে তিনি একটি গান গেয়েছেন, যা স্কাউট থিম সং হিসেবে ব্যবহৃত হবে। গানটি সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলুর কম্পোজিশনে তৈরি হয়েছে। যদিও ইংল্যান্ড সফরের কারণে আসিফ আকবর মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তবে তিনি এই কাজের অংশ হতে পেরে গর্বিত।

শহীদ মুগ্ধের স্মরণে আবেগঘন কণ্ঠে আসিফ বলেন, “তার অমর উক্তি— ‘পানি লাগবে পানি’— বারবার আপ্লুত করে আমাকে। বুকের ভেতর মোচড়টা যেন থামছেই না।” তরুণদের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “তারুণ্যের জয়গান গাইতে সবসময় ভালো লাগে, গেয়েই যাব। ভালোবাসা অবিরাম…”