শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে মশাল মিছিল বের করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফের পদত্যাগ দাবি এবং ৯ ছাত্রীর বহিষ্কারের আদেশ বাতিলের জন্য শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে কাটা পাহাড় সড়ক, প্রক্টর অফিস এবং ছাত্রী হলের দিকে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্রী হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন বহিষ্কৃত ছাত্রীরা, উম্মে হাবিবা, সুমাইয়া শিকদার, জান্নাতুল মাওয়া ও অন্যান্যরা। তাঁরা দাবি করেন, নিরাপত্তাহীনতার প্রশ্ন তোলায় তাদের বহিষ্কার করা হয়েছে এবং এটি অযৌক্তিক।
মিছিলে যোগ দেওয়া শিক্ষার্থীরা প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে কেন প্রক্টর ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং কেন একটি শিক্ষার্থী ছাত্রী হলে ঢুকে ভাঙচুর করে তারপরও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন।
এছাড়া, ৫ ফেব্রুয়ারি রাতের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ওই ঘটনার সময় একটি ভিডিওতে সহকারী প্রক্টর অধ্যাপক কোরবান আলীকে শারীরিক লাঞ্ছনায় লিপ্ত হতে দেখা যায়, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন