দুদক বাংলা একাডেমি ও বিসিএসআইআর-এ অভিযান চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দুদক বাংলা একাডেমি ও বিসিএসআইআর-এ অভিযান চালিয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলা একাডেমি এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ অভিযান পরিচালনা করেছে। বাংলা একাডেমিতে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর, সেখানে ১৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন আহ্বান করা হলে, ৫০ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেন। তবে, ৪ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানোর পর, ৫০০ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয় এবং গোপনে ১৭৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। বিসিএসআইআরে, প্রকল্পের কাজ বাস্তবায়নে অনিয়ম, টেন্ডার ছাড়া মেশিনারিজ কেনা এবং অতিরিক্ত মূল্য দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া, টাঙ্গাইলে খাদ্য গুদামের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়।