দুদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
দুদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তাঁর স্ত্রী হনুফা আক্তারের বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিবুল হক ৭ কোটি ৩৯ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। দুদক বলেছে, মুজিবুল হক ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন। এর আগে, গত ৯ জানুয়ারি মুজিবুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এছাড়া, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগ তদন্তে ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তাকে তলব করেছে দুদক।