বিজয়নগরে তিতাস নদী থেকে বালু তোলা ও পাড়ের মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
বিজয়নগরে তিতাস নদী থেকে বালু তোলা ও পাড়ের মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিতাস নদী থেকে বালু উত্তোলন ও পাড়ের মাটি কাটা বন্ধের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছেন। আজ সোমবার দুপুরে বুধন্তি ইউনিয়নের শশই গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কৃষক ও বাসিন্দারা বালু উত্তোলন ও মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তারা প্ল্যাকার্ডে ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এবং ‘মুখের ভাত কেড়ে নেবেন না’ স্লোগান দেন।

এলাকাবাসীরা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল ড্রেজার ও এক্সকাভেটর ব্যবহার করে বালু উত্তোলন করছে, যা কৃষিজমির ক্ষতি করছে এবং তাদের প্রতিবাদ করলেই মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। তিতাস নদ থেকে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা বিএনপির সদস্যরা সরকারের অনুমতির কথা বললেও স্থানীয়রা এর বিরোধিতা করছেন। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি এবং জেলা প্রশাসন থেকেও কিছু জানানো হয়নি।