লংমার্চ ঘোষণা করে সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন অবরোধকারীরা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
লংমার্চ ঘোষণা করে সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন অবরোধকারীরা।

লংমার্চ ঘোষণা করে সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহবাগ মোড় ছেড়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাঁদের স্বজনদের একাংশ। সোমবার বেলা দেড়টার দিকে শহীদ পরিবারের সদস্যরা তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন, যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দাবিগুলোর মধ্যে ছিল আহতদের চিকিৎসার জন্য দুটি ক্যাটাগরি তৈরি, প্রান্তিক এলাকায় হটলাইন সেবা চালু, এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার আইন প্রণয়ন।

১৯ ফেব্রুয়ারি সকালে শাহবাগ মোড় থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা জানান, সরকার তাদের সঙ্গে যোগাযোগ না করার কারণে আন্দোলন অব্যাহত থাকবে। বিকেল ৫টা থেকে সড়কের এক পাশ অবরোধ করলেও, অন্যান্য লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। সন্ধ্যা ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।