৭২ ঘণ্টার মধ্যে কবি গালিবের মুক্তির দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
৭২ ঘণ্টার মধ্যে কবি গালিবের মুক্তির দাবি জানানো হয়েছে।

কবি সোহেল হাসান গালিবের মুক্তির দাবি জানিয়েছেন একদল লেখক, প্রকাশক এবং সংস্কৃতিকর্মী, যারা ৭২ ঘণ্টার মধ্যে তার মুক্তি দাবি করেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে তারা এই সময়সীমা নির্ধারণ করেন।

প্রকাশক মাহাবুবুর রহমান জানান, যদি গালিবকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দেওয়া হয়, তারা আন্তর্জাতিক পর্যায়ে পিটিশন শুরু করবেন। গালিবকে ধর্মীয় অবমাননার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

লেখক খালিকুজ্জামান ইলিয়াস এবং কবি-প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন বলেন, গালিবকে গ্রেপ্তার করা রাষ্ট্রের আত্মঘাতী কাজ, কারণ লেখককে গ্রেপ্তার করা যেতে পারে, কিন্তু তার চিন্তা বা কাব্যগ্রন্থকে আটকানো সম্ভব নয়। কবি চঞ্চল আশরাফও প্রশ্ন তোলেন, গালিবকে কেন রিমান্ডে নেওয়া হয়েছে, যখন বড় বড় অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।

সাংবাদিক এবং লেখক ধ্রুব সাদিক দাবি করেন, গালিবকে গ্রেপ্তার করার পেছনে তার জুলাই আন্দোলনের সমর্থন করার কারণ থাকতে পারে। গালিবের কবিতা নিয়ে ২০২৪ সালে প্রকাশিত বইটি সমালোচনার মুখে পড়লে, তাকে মহানবীকে কটাক্ষ করার অভিযোগে অভিযুক্ত করা হয়।