অমর একুশে বইমেলায় কবিতার বই বেশি, তবে চাহিদায় এগিয়ে গল্প-উপন্যাস।

অমর একুশে বইমেলা চলছেই, এবং মেলা প্রতিদিন নতুন বইয়ের সংখ্যা বাড়ছে। প্রতিবছরের মতো এবারও কবিতার বইয়ের সংখ্যা বেশিরভাগ, তবে পাঠকদের আগ্রহ বেশি উপন্যাস ও গল্পের বইয়ের প্রতি। বিশেষ করে তরুণ পাঠকদের মধ্যে গোয়েন্দা গল্পের প্রতি বেশি আকর্ষণ দেখা যাচ্ছে। বাংলা একাডেমির তথ্য অনুসারে, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় ১৬৩৪টি নতুন বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে ৪১টি কবিতার বই।
গল্পের বইয়ের পাঠকও কম নয়, অনেক পাঠক বইয়ের প্রচ্ছদ ও শিরোনাম দেখে বই কিনছেন। তবে গত শুক্রবার পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসে বইমেলায় দর্শক ও ক্রেতাদের ভিড় ছিল। সরকারি ছুটির দিনগুলোতে বই বিক্রি ভালো হলেও, আন্দোলন ও সড়ক অবরোধের কারণে স্বাভাবিক দিনগুলোতে বইমেলায় আসা কমছে।
এছাড়া সোমবার প্রকাশিত নতুন বইগুলোর মধ্যে রয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘অনুবাদসমগ্র’, শামসুজ্জামান শামসের ‘নোবেলবিজয়ী চার বাঙ্গালি’, মাসুদ খোন্দকারের ‘ফিলিপাইনের লোকগল্প’ এবং মনি হায়দারের ‘উড়িতেছে সোনার ঘোড়া’।
এদিন বইমেলার মূল মঞ্চে আল মাহমুদ-এর জীবন ও কবিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মুসা আল হাফিজ এবং কাজী নাসির মামুন। এছাড়া কবি মতিন বৈরাগী ও কবি ফজলুল হক তুহিন তাদের নতুন বই নিয়ে আলোচনা করেন।
আজ, ১৮তম দিন, বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে ‘জীবন ও কর্ম : শহীদ কাদরী’ শীর্ষক আলোচনা হবে।
আপনার মতামত লিখুন