হরতাল বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
হরতাল বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই: ডিএমপি কমিশনার

হরতাল নিয়ে উদ্বেগের কিছু নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, আওয়ামী লীগের হরতাল প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সোমবার, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

সাজ্জাত আলী আরও বলেন, ফেসবুকে হরতাল ডাকার কথা দেখছেন তারা, এবং পুলিশ রাজধানীতে শক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অতীতে এমন কর্মসূচি মোকাবিলা করা হয়েছে।

আন্দোলনকারীদের উদ্দেশে কমিশনার বলেন, রাস্তায় অবরোধ সৃষ্টি না করার জন্য, কারণ এতে অনেকের সমস্যা হয়। দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আলোচনা মাধ্যমে সমাধান করা উচিত।