শেখ মুজিবের আমলেই গুম ও নিপীড়ন শুরু হয়েছিল: উপদেষ্টা মাহফুজ আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
শেখ মুজিবের আমলেই গুম ও নিপীড়ন শুরু হয়েছিল: উপদেষ্টা মাহফুজ আলম

গুম, আয়নাঘর ও নির্বিচার নিপীড়নের ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলেই শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাকিলের মা বিবি আয়েশা। সভাপতিত্ব করেন তথ্য সচিব মাহবুবা ফারজানা।

মাহফুজ আলম বলেন, শেখ মুজিব একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যা শেখ হাসিনা সফলভাবে বাস্তবায়ন করেছেন। শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন চালিয়েছেন, শেখ হাসিনাও একই পদ্ধতি অনুসরণ করেছেন। রাষ্ট্রের টাকা ব্যয় করে তিনি আদর্শিক গুণ্ডাদের লালন-পালন করেছেন এবং নিপীড়ন ও হত্যাযজ্ঞকে ন্যায্যতা দিয়েছেন।

তিনি আরও বলেন, এই ফ্যাসিবাদ শুধু প্রশাসন ও পুলিশযন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো জাতিকে প্রভাবিত করেছে। পাঠ্যবইয়ের মাধ্যমে শিশুদের শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনায় ব্রেইনওয়াশ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, যাতে একাধিক প্রজন্মকে আদর্শিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তবে তরুণ প্রজন্ম সেই পরিকল্পনা ভেঙে দিয়েছে।

দেশের সংস্কার ও পুনর্গঠনের বিষয়ে মাহফুজ আলম বলেন, শুধু নির্বাচন বা আংশিক সংস্কার যথেষ্ট নয়, বরং আমূল পরিবর্তন দরকার। শহীদদের চেতনায় নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষোভ জারি থাকুক, কারণ এই ক্ষোভই দেশ গঠনে ভূমিকা রাখবে।