জনপ্রতিনিধি না থাকায় অতিরিক্ত চাপ, দ্রুত স্থানীয় নির্বাচন চায় প্রশাসন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
জনপ্রতিনিধি না থাকায় অতিরিক্ত চাপ, দ্রুত স্থানীয় নির্বাচন চায় প্রশাসন

সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, যা তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকরা দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্মেলনে এসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন অফিসারের পক্ষে মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হয় না। তাই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়িত্বে আনা উচিত বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

তিনি আরও জানান, সর্বশেষ জাতীয় ঐক্যমত কমিশনের সভায়ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে— হয় জনপ্রতিনিধি নির্বাচন করা হবে, না হলে প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালিত হবে।