দেশে নিরাপদ ও টেকসই খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় গুরুত্ব দিচ্ছে সরকার
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ

দেশে নিরাপদ ও টেকসই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, সীমিত ভূমি ব্যবহারের মাধ্যমে কৃষিখাতের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পায়।
প্রেস সচিব বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কার প্রসঙ্গ টেনে বলেন, বাণিজ্য সংরক্ষণতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তাহলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্প
আপনার মতামত লিখুন