তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্দোলনের আহ্বান তারেক রহমানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্দোলনের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশের প্রাপ্য, এটি কোনো করুণার বিষয় নয়। অথচ তিস্তার পানি বণ্টনের ন্যায্য হিস্যা আদায়ে আজ আন্দোলন করতে হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ স্লোগানে আয়োজিত ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “প্রতিবেশী দেশ যদি আমাদের ন্যায্য পানি না দেয়, তাহলে তাদের দিকে তাকিয়ে থাকা যাবে না। আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে।” তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করেনি।”

তিনি অভিযোগ করেন, তিস্তার পানি বণ্টনে ভারতের অপ্রতিবেশীসুলভ আচরণের ফলে উত্তরাঞ্চলের মানুষ বন্যা ও খরার মধ্যে পড়েছে, যার ফলে কৃষিক্ষেত্রে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানির ন্যায্য অধিকার আদায়কে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে এবং অন্যান্য নদীগুলোর পুনঃখনন ও সংস্কার করবে। তিনি শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তিস্তা নদী রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যেভাবে আপনারা বলেছেন ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’, ঠিক সেভাবেই সবাইকে বলতে হবে ‘জাগো বাহে, বাংলাদেশ বাঁচাও’।”