ছাত্রদলকে দোষারোপ করার উদ্দেশ্যে কুয়েটে হামলা করে বৈষম্যবিরোধী ও শিবির।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
ছাত্রদলকে দোষারোপ করার উদ্দেশ্যে কুয়েটে হামলা করে বৈষম্যবিরোধী ও শিবির।

ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন যে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলকে দায়ী করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা হামলা চালিয়েছেন। তারা দাবি করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার আহ্বায়ক ওমর ফারুক এবং সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

ছাত্রদলের নেতারা জানান, গত মঙ্গলবারের সহিংসতায় অংশ নেওয়া কয়েকজন স্থানীয় কর্মীকে বহিষ্কার করা হয়েছে, তবে তারা ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট নয়। এছাড়া, তারা অভিযোগ করেন যে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের আড়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির ও ছাত্রলীগের সদস্যরা পরিকল্পিতভাবে ছাত্রদলের সমর্থকদের হেনস্তা করতে হামলা চালিয়েছে।

এছাড়া, ছাত্রদল নেতারা এও জানান যে, কুয়েটে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। তারা এই ঘটনার জন্য তাদের বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার এবং ছাত্রদলের নাম অপব্যবহার করাকে দোষারোপ করেছেন।