ঢাকা কলেজে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে ফেসবুক পোস্টে প্রকাশ্যে ‘লাল সন্ত্রাস’ ঘোষণার অভিযোগ এনে তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা মেঘমল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দেন।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা কলেজ মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘লাল সন্ত্রাসের ঠিকানা বাংলাদেশে হবে না’, ‘হৈ হৈ রৈ রৈ মেঘমল্লার গেলি কই’, এবং ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’।
সংক্ষিপ্ত সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, “বাংলাদেশে কোনো নতুন জঙ্গি আমরা দাঁড়াতে দেব না। জঙ্গিদের এই বাংলায় ঠাঁই হবে না। মেঘমল্লার বসুরা এতদিন আওয়ামী লীগের মদদপুষ্ট হয়ে রাজনৈতিক প্রোগ্রাম চালিয়েছে। দুঃসময়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল-ছাত্রশিবিরের জায়গা হয়নি, আর আমরা মনে করি মেঘমল্লার বসুরা আওয়ামী লীগের আসল রূপ।”
তিনি আরও বলেন, “যদি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, তবে ছাত্রসমাজ আপনাদের সমূলে উৎপাটিত করবে। এই মুহূর্তে তারা ছাত্রসংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসু ও তার সহযোগীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আপনার মতামত লিখুন