বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা: সাবেক মন্ত্রীদের রিমান্ড মঞ্জুর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ফারুক খান ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কারাগার থেকে তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কারাগার থেকে কীভাবে স্ট্যাটাস দিবো? কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়? এটা মিথ্যা কথা।”
মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা তার গাড়ি বহরে হামলা চালান। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেন এবং নেতাকর্মীদের মারধর করেন। খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরাও আহত হন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও এর অঙ্গ সংগঠনগুলোর ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশি অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটান এবং খালেদা জিয়াকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। এছাড়া তারা মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবি করেন।
আপনার মতামত লিখুন