কুয়েটের শিক্ষার্থীরা প্রশাসন ও ছাত্ররাজনীতিকে লাল কার্ড প্রদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ণ
কুয়েটের শিক্ষার্থীরা প্রশাসন ও ছাত্ররাজনীতিকে লাল কার্ড প্রদর্শন করেছেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসন ও সকল রাজনৈতিক ছাত্রসংগঠনকে লাল কার্ড প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। আজ, বৃহস্পতিবার, দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে তারা এই কর্মসূচি পালন করেন।

এই সময় শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীসহ সকল রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখান। পাশাপাশি, তারা উপাচার্যের পদত্যাগের দাবি জানান।

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান এবং প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের ক্ষোভ জানিয়ে লাল কার্ড প্রদর্শন করেন। তাদের দাবি, প্রশাসন বহিরাগতদের হামলার ঘটনার পরও যথাযথ ব্যবস্থা নেয়নি, এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একটি নতুন প্রশাসন প্রয়োজন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন, যা ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় দুর্বার বাংলার পাদদেশে এসে শেষ হয়।

গতকাল, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার করা হবে।