অভ্র কি-বোর্ডের নির্মাতা মেহেদী হাসান এবং তার তিন বন্ধু একুশে পদক গ্রহন করল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
অভ্র কি-বোর্ডের নির্মাতা মেহেদী হাসান এবং তার তিন বন্ধু একুশে পদক গ্রহন করল

বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত করা হয় অভ্র কি-বোর্ডের নির্মাতা মেহদী হাসান খানকে। তবে তিনি এককভাবে পুরস্কার নিতে অনিহা প্রকাশ করেন। তার ভাষ্যমতে, অভ্র তৈরিতে আরও তিন বন্ধু—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তিনি একা এই সম্মান গ্রহণ করতে রাজি হননি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের চারজনের হাতে একুশে পদক তুলে দেন।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, “আমরা জানতাম, মেহদী হাসান খান পুরস্কার নিতে আগ্রহী নন। কিন্তু আমরা বার্তা দিতে চেয়েছি, আমরা কাদের সেলিব্রেট করব। যখন তিনি জানান যে, তার তিন বন্ধুকে বাদ দিয়ে তিনি পুরস্কার নিতে চান না, তখন আমরা আনন্দের সঙ্গে সিদ্ধান্ত নিই, অভ্রর নির্মাতা এই চার গুণীকেই দলগতভাবে একুশে পদকে সম্মানিত করা হবে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম একুশে পদক গ্রহণের ছবি পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন।

ফারুকী আরও জানান, অভ্র নির্মাণে অবদান রাখা এই চারজন পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে ফিরে এসে এই সম্মান গ্রহণ করেছেন।