প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশ ও নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশ ও নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের তুলনায় আরও দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, তেমনি নতুন পৃথিবী তৈরির নেতৃত্ব দিতেও প্রস্তুত।”

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমাদের তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে নতুন সভ্যতা গড়তে চায়, যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে। তারা চায় এমন এক পৃথিবী, যেখানে মানবজীবন ও প্রকৃতির সুস্থতা কোনোভাবে বিঘ্নিত হবে না।”

তিনি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথপ্রদর্শক। জাতি আপনাদের অনুপ্রেরণায় উন্নতির শিখরে পৌঁছাবে।”

প্রধান উপদেষ্টা স্মরণ করেন ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সাহসী মানুষদের। তিনি বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন হোক, এটাই আমাদের কামনা।”

তিনি আরও বলেন, “আজকের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি। এই দিন আমাদের স্বাধিকার চেতনার প্রতীক। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাক তরুণ প্রজন্ম।”