সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

১১ কোটি ৩৪ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই কন্যাসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা, তার দুই মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীর।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ঋণের পর কোথাও বিনিয়োগের তথ্য পাওয়া যায়নি। নগদে উত্তোলনের পরপরই বেনজীর আহমেদ দেশত্যাগ করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এই অর্থের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছায়াবৃত্ত করার জন্য আসামিরা তা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক ছিলেন। গত বছরের ৪ মে তিনি সপরিবার দেশ ছেড়ে চলে যান। এরই মধ্যে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।