রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে সরকার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুত ও বাজার কারসাজি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, খাদ্যের সরবরাহ থাকলেও অনেক সময় তা ভোক্তাদের কাছে পৌঁছায় না, বরং গুদামে লুকিয়ে রাখা হয়। এ ধরনের অনিয়ম যাতে না হয়, তা নিশ্চিত করতে সরকার তৎপর থাকবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের স্থানীয়ভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে চাল, সার আমদানি, সারের গুদাম নির্মাণ, সড়ক ও বন্দর সংক্রান্ত অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, সরকার মেগা প্রকল্পের চেয়ে জরুরি অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে।

বর্তমান খাদ্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে খাদ্য পরিস্থিতি এখন স্বাভাবিক। যদিও কিছু পণ্যের দাম বাড়তে-কমতে পারে, তবে সামগ্রিকভাবে পরিস্থিতি সহনীয় রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যপণ্যের দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে।

রমজান উপলক্ষে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে এবং বিশেষ সেলস সেন্টার চালু করা হবে, যাতে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় কোনো অসুবিধা না হয়।

এছাড়া মাতারবাড়ি প্রকল্প নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ প্রকল্পের বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সমন্বিত প্রকল্প, যেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন জেটি নির্মাণ করবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে বন্দর সুবিধা বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে।