সংস্কারের নামে নির্বাচন ব্যর্থ করার চেষ্টা করবেন না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
সংস্কারের নামে নির্বাচন ব্যর্থ করার চেষ্টা করবেন না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “সংস্কারের নামে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তাদের জানিয়ে দিতে চাই, আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসে সংস্কার চালু করব। আমরা সবাই মিলে ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করব, জাতির কাছে আমাদের এই প্রতিশ্রুতি রয়েছে। সংস্কারের নাম করে নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন না।”

আজ বিকেলে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

খসরু আরও বলেন, “দ্রুত নির্বাচনের প্রয়োজন এবং একটি অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, যেন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয় এবং জনগণের মালিকানা ফিরে আসে।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপির বিশ্বাস, বাংলাদেশের যেকোনো পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো অন্তর্বর্তী সরকারের ক্ষমতা থাকা উচিত নয়।”

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, যেমন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, এবং অন্যান্য নেতারা।