ভারতের প্রতিশ্রুতিশীল পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্যের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
ভারতের প্রতিশ্রুতিশীল পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্যের মর্মান্তিক মৃত্যু

ভারতের প্রতিশ্রুতিশীল পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্য অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। রাজস্থানের ১৭ বছর বয়সী এই অ্যাথলেট জুনিয়র জাতীয় গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন। তার এই সম্ভাবনাময় ক্যারিয়ারের ইতি ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি রাজস্থানের বিকানীরে জিমে অনুশীলন করার সময় ভারী ওজন তোলার সময়ে ২৭০ কেজির রড হঠাৎ তার ঘাড়ে আছড়ে পড়ে। তীব্র আঘাতে তার ঘাড় ভেঙে যায় এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেওয়ার আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যষ্টিকার ব্যক্তিগত ট্রেনার, যিনি কিছুটা আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ স্টেশন এসএইচও বিক্রম তিওয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।