বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, হৃদয়ের সেঞ্চুরি, গিলের দাপট, ভারতের সহজ জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, হৃদয়ের সেঞ্চুরি, গিলের দাপট, ভারতের সহজ জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হলো হারের মাধ্যমে। শক্তিশালী ভারতের বিপক্ষে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা। যদিও শুভমান গিলের অনবদ্য শতকে সহজ জয় তুলে নেয় ভারত।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। তাদের দৃঢ়তায় ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জাকের ১১৪ বলে ৬৮ রান করেন, অন্যদিকে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন হৃদয়, ১১৮ বলে ১০০ রান করে দলের ইনিংসকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৫টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেন।

২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাত্র ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে তারা। তবে ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ৬৯ রানের মাথায় ৩৬ বলে ৪১ রান করা রোহিতকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি এবং গিলকে সঙ্গ দিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে।

তবে দলীয় ১১২ রানের মাথায় কোহলিকে আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। ৩৮ বলে ২২ রান করা কোহলিকে ফেরান রিশাদ হোসেন। এরপর দ্রুতই আরও দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে ভারতের জয়ের পথ কঠিন করতে পারেনি টাইগাররা। ক্রিজে আসা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান শুভমান গিল। ১২৫ বলে দারুণ সেঞ্চুরি তুলে নেন গিল। শেষ পর্যন্ত ২১ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত। রাহুল ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন, গিল ১২৯ বলে ১০১ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন দুটি উইকেট নেন।