যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২০০ এশীয় অভিবাসীর মধ্যে ৫০ শিশুকে আশ্রয় দেবে কোস্টারিকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২০০ এশীয় অভিবাসীর মধ্যে ৫০ শিশুকে আশ্রয় দেবে কোস্টারিকা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২০০ এশীয় অভিবাসীর মধ্যে ৫০ শিশুকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে কোস্টারিকা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো চ্যাভেস এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কোস্টারিকা, পানামা ও গুয়াতেমালা সম্মত হয়েছে যে, এই অভিবাসীদের নিজ দেশে বা অন্য আতিথেয়তাকারী দেশে পাঠানো পর্যন্ত তারা আশ্রয় দেবে।

প্রেসিডেন্ট চ্যাভেস বলেন, “৫০ জন শিশু আসছে। আমরা এখানে তাদের সঙ্গে ভালো আচরণ করব।”

যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত এসব অভিবাসীর বেশিরভাগই মধ্য এশিয়া ও ভারতের নাগরিক। তাদের কোস্টারিকার রাজধানী সান জোসে থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে পানামা সীমান্তের কাছে অবস্থিত একটি অভিবাসী কেন্দ্রে স্থানান্তর করা হবে।

প্রেসিডেন্ট জানান, এসব অভিবাসী ওই কেন্দ্র ছেড়ে যেতে পারবেন না এবং সেখানে চার থেকে ছয় সপ্তাহ অবস্থান করতে হবে। এরপর তাদের প্রত্যাবাসন বা তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করবে সান জোসেতে অবস্থিত মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এর সমস্ত খরচ বহন করবে ওয়াশিংটন।

এদিকে, কোস্টারিকার চার্চ গ্রুপগুলো অভিবাসীদের কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের অবস্থার বিষয়ে গভীর নজরদারির আহ্বান জানিয়েছে।